৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ১২:০২
ডেস্ক নিউজ:- ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাউয়াবাজারে বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাউয়াবাজার,ভাতগাঁও, সিংচাপইড়ও চরমহল্লা ইউনিয়ন বিএনপি,যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে স্থানীয় জাউয়াবাজার রয়েল কনফারেন্স হলে বুধবার বিকেল ৩ টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান এবং সহ প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন,ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে হঠিয়ে দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। একটি মিথ্যা মামলাদিয়ে আপোষহীন নেত্রী,দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে আটকে রাখা হয়েছে। বিদেশে গিয়ে বেগম জিয়াকে সু-চিকিৎসা নিতে ও দিচ্ছেনা সরকার। তিনি বলেন, দেশে এখন হাহাকার, চলছে নীরব দুর্ভিক্ষ। গনতন্ত্র, বিচার ব্যবস্থা দেশে এখন আর নেই। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আবারও বিনাভোটের সরকার গঠন করতে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে। তিনি বলেন, বিনা ভোটের সরকার এ দেশে আর হবেনা। জনগণ তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দেবে।
কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি তকদ্দুছ আলী পীর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ শাহ সৈয়দুর রহমান, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, লিয়াছ উদ্দিন, কয়েছ মিয়া, শেখ আপ্তাব আলী, আতিকুর রহমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর, ভাতগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ছমরু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, সিংচাপইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বিএনপি নেতা এড. আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, জেলা যুবদলের সদস্য গাজী মিলটন, যুবদল নেতা আজিজুর রহমান, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এস এম সেফুল, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা লিকসন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, খালেদ মাহমুদ সুজন, আনোয়ার হোসেন, ওলিউর রহমান আলেক, কাওছার আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, আলা উদ্দিন, সদস্য জাকারিয়া আলী প্রমুখ।
Helpline - +88 01719305766