মৌলভীবাজারে আসন্ন রমজান মাস উপলক্ষে টিসিবি’র কর্মপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ০৩:০২

মৌলভীবাজারে আসন্ন রমজান মাস উপলক্ষে টিসিবি’র কর্মপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ২৩ ফেব্রুয়ারি  বুধবার সকাল ১০ঘটিকায়  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে আসন্ন রমজান উপলক্ষ্যে টিসিবি’র কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত এক সভা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তাগণকে সঙ্গে নিয়ে যুক্ত ছিলেন।
উক্ত সভা শেষে সকাল ১১ টা ৩০  মিনিটে জেলা প্রশাসক এর সভাপতিত্বে উপরোক্ত বিষয়ে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র রমজান মাস উপলক্ষে টিসিবি উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত জেলা, পৌরসভা, ও উপজেলা মনিটরিং কমিটি গঠনের বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান উপস্থিত সকলকে দিক-নির্দেশনা দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে তৃণমূল পর্যায়ে নিম্নআয়ের মানুষের প্রায় এক কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ