২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ০৬:০২
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানকে কঠোর হুশিয়ারি দিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, এমপি মোকাব্বির খানকে কোনো অবস্থায়ই বিশ্বনাথে জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। এতে যদি আমার মৃত্যুও হয়, আমি মরব।
নুনু মিয়া আরও বলেন, সম্প্রতি অনেক কষ্ট করে মন্ত্রীর কাছ থেকে বিশ্বনাথবাসীর জন্যে ৩৯ কোটি ৬লাখ ৫৬ হাজার টাকার ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ আমি এনেছি।
প্রকল্পটির জন্যে এমপি মোকাব্বির খানও ডিও দিয়েছিলেন। কিন্তু তিনি সেটি আনতে পারেননি। এই ব্যর্থতা থেকেই মোকাব্বির খান জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের এত বড় উন্নয়ন প্রকল্প বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র শুরু করেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যমূলক অভিযোগ তুলেছেন।
তাকে (মোকাব্বির খান) সতর্ক করে দিয়ে বলতে চাই, আপনি পার্লামেন্ট মেম্বার। আপনি চেষ্টা করে উন্নয়ন প্রকল্প নিয়ে আসেন। খামোখা আমার কাজে, সরকারের উন্নয়ন কাজে বাঁধার সৃষ্টি করবেন না। এখনও ভদ্র ভাষায় কথা বলছি, আমি আপনার (মোকাব্বির খান) ভাষায়ও কথা বলতে জানি।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৮ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র নামে ৩৯ কোটি ৬ লক্ষ ৫৬ হাজার টাকার একটি প্রকল্প বরাদ্দ পান উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
পরে ওই প্রকল্পে উপজেলা চেয়ারম্যান ব্যাপক অনিয়ম করছেন ও ৩৫/৪০ হাজার টাকার বিনিময়ে টিউবওয়েল বরাদ্দ দিচ্ছেন-এমন অভিযোগ এনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছে লিখিত অভিযোগ দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। এ সময় দু’জন ব্যক্তি তদন্তকারী কর্মকর্তার কাছে ওই প্রকল্প সংশ্লিষ্ট এবং আরও কয়েকজন প্রকল্পটির বাইরে অভিযোগ দেন।
এবিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা দাবি করে এমপি মোকাব্বির খান বলেন, বরাদ্দের নলকুপ দেয়ার কথা বলে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া টাকা নেয়ার বিষয়টি জনগণের মুখে মুখে রয়েছে। তাই আমি দুর্নীতির বিরদ্ধে ও ভুক্তভোগিদের পক্ষে এই অভিযোগ দিয়েছি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766