গোলাপগঞ্জে সন্তান কমান্ডের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ ফেব্রু ২০২২ ০৯:০২

গোলাপগঞ্জে সন্তান কমান্ডের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সুরমাভিউ:-  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের দেশে আগমন উপলক্ষে (২৩ ফ্রেব্রুয়ারী) বুধবার বিকালে সানরাইজ পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের ২বারের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো: আলী হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব রাখেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ছায়াদ আলী, আব্দুস শহিদ মতি, মুহিব খান, আব্দুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, সন্তান কমান্ডের অন্যতম সদস্য সাহাদত আনোয়ার খুকন, অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফা ইমন, সদস্য  আমির হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ