সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৮:০২

সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন

সুরমাভিউ:-  সিলেট সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ম যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নগরীর একটি হল রুমে বিকালে দ্বি বার্ষিক সম্মেলন সভা ও কাউন্সিল শুরু হয়।

কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক জেলা বিএনপি’র সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, আজির উদ্দিন, শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপির সদস্য মো.ইলিয়াছ আলী, ইসলাম উদ্দিন।

সভাপতি পদে আ ফ ম কামাল ১৯ টি ভোট পান ও আবুল কাশেম ২১ টি ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিব ১৮ টি ভোট আর আজিজুর রহমান ২২ টি ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ সভাপতি ওয়াজিদ আলী ১৯ টি ভোট আর আব্দুর রহমান ২১ টি ভোট পেয়ে বিজয়ী হন।

এ সংক্রান্ত আরও সংবাদ