মৌলভীবাজারে মসজিদের টাকা আত্মসাত মামলার প্রধান আসামী কারাগারে

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৯:০২

মৌলভীবাজারে মসজিদের টাকা আত্মসাত মামলার প্রধান আসামী কারাগারে
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের বহুল আলোচিত সদর উপজেলার আকবরপুর পুরাতন জামে মসজিদের ওয়াকফ সম্পত্তির টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী আবুল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতে অভিযুক্ত ১২ আসামি সমন পেয়ে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে আদালত ওই মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিলেও অভিযুক্ত আবুল হোসেনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বুধবার আদালতের সমন পেয়ে ওই মামলার আসামীরা আদালতে স্বেচ্ছায় হাজির হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতের বিচারক সাইফুর রহমান উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে প্রধান আসামী আবূল হোসেনের বিরুদ্ধে আকবরপুর জামে মসজিদের ওয়াকফ সম্পত্তির টাকা আত্মসাতের অভিযোগ থাকায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আকবরপুর পুরাতন জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট ১নং আমল আদলতে (সি.আর ৭৯/২১) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গত বছরের ৪ ডিসেম্বর পিবিআই মৌলভীবাজার কর্তৃক আদালতে আসামী মো: আবুল হোসেন, মো: মিটুন মিয়া, মো: মোহন মিয়া, নজির মিয়া, রসিক মিয়া, ছমরু মিয়া, সিজিল মিয়া, মিজান আহমেদ, মো: মসুদ মিয়া, মো: আক্কাছ মিয়া, রাসেল মিয়া, নুরুল ইসলাম এর বিরুদ্ধে প্রতিবেদনটি দাখিল করেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, মসজিদের দুইজন মোতাওয়াল্লী নিয়োগ থাকা সত্ত্বেও আবুল হোসেন বে-আইনী উপায়ে এককভাবে মসজিদের সকল অডিট করিয়েছেন। অডিটর খরচের ভাউচার সংযুক্ত করার নির্দেশ প্রদান করলেও আবুল হোসেন তা পালন করেননি। এছাড়াও আবুল হোসেন মসজিদের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. মৌলভীবাজার হতে তিনলক্ষ সাতাত্তর হাজার টাকা উত্তোলন করে ওই টাকা মসজিদের খাতে খরচের কোন হিসেব বা ভাউচার দেখাতে পারেননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ