মৌলভীবাজারের শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৬:০২

মৌলভীবাজারের শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ম্যাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের ব্যবস্থাপনায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে ময়লা আবর্জনা পরিস্কার করা হয়।

এসময় শেরপুর বাজারের ব্যবসায়ী ও জনসাধারণকে উদ্ভুদ্ধ করা হয়। বুধবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন এই কর্মসূচি পরিচালনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান, ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন চাকমা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য রাজন মিয়া, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য মিলন মিয়া, ইউপি সদস্য রব্বান মিয়া, বোরহান উদ্দিন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ