দোয়ারায় ৪টি বলগেটনৌকা ও ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৭:০২

দোয়ারায় ৪টি বলগেটনৌকা ও ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারা উপজেলার সুরমা ইউনিয়নের সুরমা নদীতে অবৈধভাবে বালুউত্তোল করায় ৪ বলগেট নৌকা একটি ড্রেজার মেশিন জব্দ করেছে দোয়ারা উপজেলা প্রশাসন।মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ ৪টিবলগেট নৌকাজব্দ করা হয়।

দোয়ারা উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের পাশে সুরমানদীতে প্রতিরাতে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে এতে ভাঙ্গনের কবলে পরেছে নুরপুর গ্রাম সহ আশপাশ এলাকার মানুষ।চক্রটি প্রভাবশালী হওয়ায় ভয়ে এদের বিরোদ্ধে কথা বলতে পারেনা স্হানিয়রা।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদ জানান চক্রটি রাতের সময় অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর গ্রামের স্হানিয়দের তথ্যের মাধ্যমে জানতে পেরে রাতেই অভিযান চালিয়ে বলগেট নিয়ামত শুকরিয়া ৪.নূর-এ-রব২. রনি তানজিম নাজমিন ও নামছারা একটি বলগেটনৌকাসহ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান চক্রটি অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আছে এর আগেও অভিযান চালিয়ে নৌকা জব্দ সহ সংশ্লিষ্টদের জেল জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে।অবৈধভাবে বালু মাটি উত্তোলনের সাথে বলগেড নৌকার উপড় আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান নদীতে অবৈধ ভাবে বালু মাটি উত্তোলন কারিদের বিরোদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ