ইসকপ আলীগঞ্জ’র তাফসির মাহফিলে আসছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান

প্রকাশিত:বুধবার, ২৩ ফেব্রু ২০২২ ০৮:০২

ইসকপ আলীগঞ্জ’র তাফসির মাহফিলে আসছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান

সুরমাভিউ:-  ছাতকের ভাঁতগাও ইউনিয়নে ইসলামী সমাজ কল্যান পরিষদ আলীগঞ্জ’র উদ্যোগে ২৪ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে যোগ দিতে ছাতকে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরন্য আলেমেদ্বিন জাগ্রত কবি আল্লামা মুহিব খান।

আগামী ২৬ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩ ঘঠিকা হইতে রাত ১০ ঘঠিকা পর্যন্ত তাফসির মাহফিল আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।

এছাড়াও উক্ত মাহফিলে তাফসির পেশ করবেন হযরত মাওলানা আতিয়ার রহমান আনসারী খুলনা, হযরত মাওলানা মুফতি আলী হায়দার সিলেট, হযরত মাওলানা ইমরুল হাসান জাফরী প্রিন্সিপাল আল-হিকামহ জামেয়া বরাটুকা, হযরত মাওলানা কবি মীম সুফিয়ান সিলেট।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ’র পক্ষ থেকে সকলের সর্বাত্নক সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ