সিলেটে পুলিশের ওপর ছাত্রদলের ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৪

প্রকাশিত:মঙ্গলবার, ২২ ফেব্রু ২০২২ ০৮:০২

সিলেটে পুলিশের ওপর ছাত্রদলের ককটেল বিস্ফোরণ, এসআইসহ আহত ৪

সিলেট অফিস ।। সিলেট নগরীর সোবহানীঘাটে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এতে দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মোশাররফ মিয়া জানান, ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সোবহানীঘাট আসলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে এসআই অজিত তালুকদার ও মুশফিকুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। তাদের সিলেট পুলিশলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড রাবারবুলেট ছুড়েছে। পরে অভিযান চালিয়ে এমসি কলেজ ছাত্রদলের জাহেদ আলী কে আটক করা হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে এমসি কলেজ ছাত্রদল নেতা আল আমিন সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিনাকারণে আমাদের মিছিলে হামলা করেছে। এ ঘটনায় আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

উল্লেখ পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে সিলেট কোতোয়ালি থানার এস আই খালেকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলা নং (২৫/২০২২) মামলার আসামীগন হলেন ১। আল আমিন, পিতা আব্দুল হান্নান,কদমতলী,২।মো: জাহেদ আলী, পিতা মো: তাহিদ উল্লাহ,বিশ্বনাথ, ৩। কাজী এম এ তাহের,পিতা কাজী এম এ হামিদ, সাং ৮১ ফাল্গুনী, দেবপুর, থানা শাহপরান,সিলেট । ৪।ইসমত মিয়া, পিতা নবী উল্লা সাকিন টুকের বাজার, সিলেট।

এ সংক্রান্ত আরও সংবাদ