২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২২ ফেব্রু ২০২২ ০৯:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- সোমবার ২১ শে ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্দেশনায়, উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদর ২১ শে ফেব্রুয়ারি পূর্বাহ্নে একুশ দিনব্যাপী শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে।
কর্মশালাটি উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌলভীবাজার মল্লিকা দে, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সদর উপজেলা শিল্পকলা একাডেমী ও শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মৌলভীবাজার সদর উপজেলার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদ্রাসার প্রতিটির ৫ জন করে শিক্ষার্থী বাছাই করে একুশ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হবে।
প্রশিক্ষণটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিল্পকলা একাডেমীর প্রশিক্ষকগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকমন্ডলী পরিচালনা করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ১হাজার ২শত ২০ জন শিক্ষার্থী আগামী ২৬ শে মার্চ জাতীয় দিবসে মুজিববর্ষের সমাপনীতে সরকারী অনুষ্ঠানে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করবেন। মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনকে এই অনন্য উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ধন্যবাদ জানিয়েছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766