মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়
প্রকাশিত:মঙ্গলবার, ২২ ফেব্রু ২০২২ ০৯:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, কুলাউড়া রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান এবং চাউলের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচালিত তদারকি অভিযানে বাসি ও পঁচা ফাস্ট ফুড সংরক্ষণ করে বিক্রয় করা, চাউলের আড়তে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অতিরিক্ত দামে চাউল বিক্রয় করা, সরকার নির্ধারিত মজুদ সময় থেকে অতিরিক্ত সময় চাউল মজুদ রাখা, মিল মালিকদের কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত দূর্জয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, শাহজালাল খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স আকমল হোসেন চাউলের আড়তকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান কালে বিশেষ করে চাউলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে লাইসেন্সে উল্লেখিত নিময় মেনে ব্যবসায় করার জন্য অনুরোধ জানানো হয়েছে।