২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২২ ফেব্রু ২০২২ ০৭:০২
ছাতক প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতকে রিফাত প্রতিষ্টানে ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ত্রিশ লাখ টাকার চাঁদা দাবীর ঘটনায় কয়েছ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকালে ওসি মাহবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট নিলিমা মটরের মালিক আবুল কয়েছ (৪৫)কে তার নিজ দোকান থেকে গ্রেফতার কওে পুলিশ। সে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ছৈলা-আফজলাবাদ ইউপির দীঘলী রামপুর গ্রামের মৃত. আব্দুল সোবহানের ছেলে।
জানা যায়, গত ১৫ ফ্রেরুয়ারি রাতে ১০/১২ জন লোকজন নিয়ে গোবিন্দগঞ্জস্থ রিফাত প্রতিষ্টানে অনাধিকার প্রবেশ কওে প্রতিষ্টানের ম্যানেজার ও কর্মচারিকে অস্ত্রের মুখে জিন্মি করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আবুল কয়েছ। এমন কি দাবীকৃত ৩০ লাখ টাকা না দেওয়া হলে প্রাণনাশেরও হুমকি দেয় আবুল কয়েছ। এ ঘটনায় সিলেট রিফাত প্রতিষ্টানে সিও আব্দুল্লাহ সিদ্দিকী শুভ বাদী হয়ে আবুল কছেয়কে প্রধান আসামী সুনামগঞ্জ আদালতে মামলা নং- ১৩, তারিখ ২১.০২.২০২২ ইং দায়ের করা হয়। সুনামগঞ্জ আদালতের নির্দেশে সোমবার বিকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজ আবুল কয়েছকে গ্রেফতার করা হয়।
চাঁদাবাজ আবুল কয়েছের বিরুদ্ধে প্রতারনা, কিস্তিতে গাড়ি দিয়ে গ্রাহকদের পরিশোধকৃত লাখ টাকা আতœসাতের অভিযোগও উঠেছে। তার প্রতারনার ফাঁদে শতশত গাড়ি চালক ও গ্রাহকরা প্রতারিত হচ্ছে।
এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুর রহমান মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজ আবুল কয়েছকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766