সর্বক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে : ড. আবুল ফতেহ ফাত্তাহ

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ১০:০২

সর্বক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে : ড. আবুল ফতেহ ফাত্তাহ

সুরমাভিউ:-  মদন মোহন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, মাতৃভাষা বাংলাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভিন্ন ভাষার প্রতিও সম্মান দেখাতে হবে। আমরা যখন বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করতে পারবো, তখন নিজ ভাষাকে সমৃদ্ধ করার সুযোগ থাকবে। আমাদের সাহিত্য-সংস্কৃতিও বেশি সমৃদ্ধ হবে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, সিলেট আয়োজিত শিক্ষার্থীদের রচনা, চিত্রাঙ্কন ও ভাষার গান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, সিলেট ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন স্কুলের শিক্ষক মো. শাহ আলম। শিক্ষক বিদ্যুৎ কুমার তালুকদারের সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে ছামির মাহমুদ বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবি সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সিলেটে ওঠে। যখন কেউ রাষ্ট্রভাষা বাংলা নিয়ে কেউ চিন্তা করেননি তখন ১৯৪৭ সালে দেশভাগের পরপরই নভেম্বর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সিলেটে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সভায় সিলেটের সুশিল সমাজের প্রতিনিধিরা সমস্বরে বাংলার দাবি তোলেন। এক কথায় ভাষা আন্দোলনের সূতিকাগার বলা যায় সিলেটকে।

ভাষার গান ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আলোচনা পর্ব শেষে দেশাত্ববোধক গান পরিবেশন করে স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সীমা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র তারেক আহমদ।

এরআগে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন অতিথিবৃন্দ। পরে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের তৈরি করা শহিদমিনারে পুষ্পস্তবক অর্পন করেন অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ