শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের  শ্রদ্ধাঞ্জলী

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ১০:০২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের  শ্রদ্ধাঞ্জলী
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন  মৌলভীবাজার এর পক্ষ থেকে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজার  জেলা প্রশাসন  কর্তৃক দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালায় স্বাস্থ্যবিধি মেনে সবান্ধবে সকলকে উপস্থিতি থাকার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ