শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০৮:০২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র শ্রদ্ধা নিবেদন

সুরমাভিউ:-  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতির বীর সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি শামীম ইকবাল, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিত, মহানগর কমিটির অর্থ সম্পাদক সিপন মাহমুদ চৌধুরী, মহানগর শাখার প্রচার সম্পাদক অসীম সরকার, সদস্য সমীর দাশ, ফারুক মিয়া, সৈয়দ ফরহাদ আহমেদ।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম স্বেচ্ছায় রক্তদান করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ