মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জীবন মানউন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০৮:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- সোমবার ২১ শে ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি অত্র এলাকার উপকারভোগীদের জীবন মান ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে এই আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায় নির্মাণাধীন ঘরগুলো জেলা প্রশাসক পরিদর্শন করেন।
উপকারভোগীদের মধ্যে বশির উদ্দিন ও চেরাগ আলী তাদের জীবনমান পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশব্যাপী বশির উদ্দিন ও চেরাগ আলীদের জীবনমান পরিবর্তনে জেলা প্রশাসন বদ্ধপরিকর।