২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ১২:০২
সুরমাভিউ:- বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ হাসান জেবুল এর সাথে মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীর সুবিদবাজারস্থ আলহাজ্ব আব্দুল গণি সুপার মার্কেটে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট, দুর্ভোগ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ধৈর্য্য সহকারে এ.টি.এম.এ হাসান জেবুল রিক্সা মালিক-শ্রমিকদের কথা শুনেন। তিনি সকল বিষয় অবগত হয়ে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মনু, সংগঠনের মহানগর সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, জাতীয় রিক্সা শ্রমিকলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রিক্সা মালিক আনিসুর রহমান, তোফায়েল হোসেন, আজিজুর রহমান, আবুল কালাম, মজনু মিয়া, মুম সরদার, হামিদুল ইসলাম, সোহেল আহমদ, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক পুলিশ কর্তৃক রিক্সা আটকের পর মালিকদেরকে ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়, সেটা খুব কষ্ট কর। তারা অতীতের ন্যায় ৫শত টাকা জরিমান বলবত করার দাবী জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কর্তৃক ওলিতে-গলিতে চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি ও মোটর খুলে নিয়ে বিক্রী করার অভিযোগ করেন। মালিক শ্রমিক নেতৃবৃন্দ জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধ ভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের জন্য অস্থায়ী অনুমতি দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766