ভাষা শহিদদের প্রতি সিলেট মহানগর কমিউনিটি পুলিশিংয়ের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ০১:০২

ভাষা শহিদদের প্রতি সিলেট মহানগর কমিউনিটি পুলিশিংয়ের শ্রদ্ধা নিবেদন

সুরমাভিউ:-  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কমিটির নেতৃবৃন্দ শহিদমিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মদানকারী শহিদদের স্মরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. নাসিম আহমদ, সিনিয়র সহ সভাপতি বিধান সরকার, সহ সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্ত, সদস্য মেহেদী জাকারিয়া মুন্না, রাজু গোয়ালা ও জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ