বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাগীব-রাবেয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত:সোমবার, ২১ ফেব্রু ২০২২ ১০:০২

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে রাগীব-রাবেয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সুরমাভিউ:-  বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচী সমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ। ২১শে ফেব্রুয়ারি দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টা ২০ মিনিটে কলেজ ক্যাফেটেরিয়ার সামনে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালের সম্মূখে সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এ সময় তাঁরা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী কর্তৃক ভাষা শহীদদের উদ্দেশ্যে লিখিত একটি “দেয়ালিকা”ও উন্মোচন করেন। পরে সকাল ৯টা ৪০ মিনিটে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণের উদ্দেশ্যে চৌহাট্রাস্থ বিএমএ ভবনের সামনে সমবেত হন। সকাল ৯টা ৪৫ মিনিটে বিএমএ ভবন থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন এর নেতৃত্বে উপস্থিত সকল শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের নিমিত্তে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।

কলেজ অধ্যক্ষের নেতৃত্বে উক্ত র‌্যালীতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ, ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক কে.এম. মুইজ, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, অবস এন্ড গাইণী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নমিতা রানী সিনহা, সার্জারী বিভাগের অধ্যাপক নূরুল কাইয়ূম মোহাম্মাদ মুসাল্লিন, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল আলম তালুকদার, এনেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আনোয়ার জাহান খান, ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌহিদুল ইসলাম, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মাদ শফিউল ইসলাম, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জাবের আহমেদ চৌধুরী, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ সহ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় ঘটিকায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের বেদীতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর পরপরই বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ