১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ ফেব্রু ২০২২ ০৯:০২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি দুপুরে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ কোম্পানীগঞ্জ’র উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা এ সময় বলেন, প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কান্ডারী। তারা শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নে উদ্বুদ্ধ করেন। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান (দ্বিতীয় বিভাগ) অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় পুলিশের সাব-ইন্সপেক্টররা ১০ম গ্রেডে বেতন পান। এইচএসসি সমমান ডিপ্লোমা ইন নার্সিং পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে, উপসহকারী কৃষি কর্মকর্তা ১০ম গ্রেডের সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা স্নাতক পাসে বেতন পাচ্ছেন ৯ম ও ১০ম গ্রেডে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবহেলিত রয়েগেছেন। তাদের সাথে অবিচার করা হচ্ছে। বক্তারা শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করেন।
এতে বক্তব্য রাখেন জালিয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুর রহমান, নারাইনপুর সপ্রাবি সহকারী শিক্ষক বিপুল চন্দ্র সরকার, তৈমুর নগর সপ্রাবি শিক্ষক মফিজুল ইসলাম, ছনবাড়ী সপ্রাবি শিক্ষক প্রণজিৎ চন্দ্র দাস, ফুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিবুর রহমান, ডাকাতি বাড়ি সপ্রাবি সরকারি শিক্ষক বিপ্লব মহলা নবীশ, জালিয়ারপার সপ্রাবি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফর আলী, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হোসেন, কামাল বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল, টুকের বাজার মডেল সপ্রাবি সহকারী শিক্ষক নোমান আহমদ, মোস্তফা নগর সপ্রাবি সহকারী শিক্ষক ময়দর আল রহমত, কালাইরাগ সপ্রাবি সহকারী শিক্ষক মোহাম্মদ ফিরোজ মিয়া, রাধানগর সপ্রাবি সহকারী শিক্ষক ফজল করিম, মনুরপার সপ্রাবি সহকারী শিক্ষক খসরুজ্জামান, রায়পুর সপ্রাবি সহকারী শিক্ষক তারেক আহমদ, ভোলাগঞ্জ রেলওয়ে সপ্রাবি সহকারী শিক্ষক সোহেল আহমদ, চাটিবহর সপ্রাবি সহকারী শিক্ষক সাহেদ আহমদ, কামাল বস্তি সপ্রাবি সহকারী শিক্ষক ফারুক আহমেদ সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766