মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- রবিবার ২০ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবিরের নেতৃত্বে এএসআই রাজু কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ সাজা পরোয়ানাভূক্তসহ আসামী মোঃ ইমাদ উদ্দিন, পিতা হাজী নাজিম উদ্দীন তাকে শ্রীমঙ্গল উপজেলার আমানতপুর থেকে গ্রেফতার করেন।
অপর অভিযানে এএসআই জীবন বাকতি সঙ্গীয় ফোর্সসহ সিআর ২০৫/১৪ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ শামীম মিয়া, পিতা মৃত শামসুল হক তাকে শ্রীমঙ্গল উপজেলার কামরুমাঝি বস্তি থেকে গ্রেফতার করেন।
আরেকটি অভিযানে এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৮৫/১৭ নাঃ শিঃ এর পরোয়ানাভূক্ত আসামী ক্বারী মোঃ আবু হানিফা, পিতা মোঃ আবুল হাসেম তাকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও থেকে গ্রেফতার করেন।
চতুর্থ অভিযানে এএসআই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিআর ৭৮/২০০০ এর পরোয়ানাভূক্ত আসামী আক্তার, পিতা আব্দুস ছোবহান শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানার চারটি পৃথক অভিযানে সাজা পরোয়ানাভূক্ত চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।