মৌলভীবাজারে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

প্রকাশিত:রবিবার, ২০ ফেব্রু ২০২২ ০৭:০২

মৌলভীবাজারে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  রবিবার (২০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ ইউনুস মিয়া মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেলের সদস্য কনস্টেবল ইকবালের সহযোগিতায়  মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার ভাড়াটিয়া জসিম উদ্দিনের হারিয়ে যাওয়া স্যামসাং গ্যালাক্সি এস-৯ মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
পরে উদ্ধারকৃত মোবাইলটি অতিরিক্ত পুলিশ  (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম এর উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।
পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়া জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলা থেকে মোবাইলটি উদ্বার করতে সক্ষম হন।
মোবাইল ফোন ফেরত পেয়ে প্রকৃত মালিক জসিম উদ্দিন মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ