১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ ফেব্রু ২০২২ ০৮:০২
সুরমাভিউ:- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমনকি সমাজের সম্প্রীতি বন্ধনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, একজন খেলোয়াড়কে শৃঙ্খলাবোধ ও আত্মনির্ভরশীল হতে শেখায়।
তিনি মুজিব-কামরুলকে আর্থিক পৃষ্ঠপোষকতায় অভিনন্দন জানিয়ে ঢাকা দক্ষিন ক্রীড়া চক্রের এই ধরনের প্রতিযোগিতামুলক কর্মকাণ্ডের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহবান জানান।
গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাক াদক্ষিন ক্রীড়া চক্র আয়োজিত মুজিব-কামরুল প্রাইজমানি ফুটবল টুনামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমান এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল লেইছ, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ খান জিলা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব কফিল আহমদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, সাবেক খেলোয়াড় কিয়াম আহমদ ও শ্যামল আহমদ প্রমূখ। খেলায় বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে বিয়ানীবাজার যুব সংঘ এফসি দলকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766