সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৮:০২
সুরমাভিউ:- সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা গত ১৮ই ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, রাত ৮ ঘটিকায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া মাসুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বেলালের পরিচালনায় বক্তব্য রাখেন প্রদীপ রঞ্জন দাস, রেজাউল হক রেজু, জামাল আহমদ, ক্বারী মাও. শাহীনুর রশীদ শাহীন, কামাল আহমদ, ভানু লাল দাস, ওমর ফারুক, মোঃ তারেক আহমদ, শেখ মোঃ কুদ্দুস, জসীম উদ্দিন, রঞ্জিত দেব নাথ, কাশেম আহমদ, শহীদুল ইসলাম, সোহাগ আহমদ প্রমুখ।
সাধারণ সভায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল ২০২০-২১ সেশনের সমিতির কার্যক্রম তুলে ধরেন ও বার্ষিক (২০২০-২১) আয় ব্যয়ের হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
বার্ষিক সাধারণ সভা শেষে ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ তারেক আহমদ চৌধুরী, সদস্য আহমদ আব্দুল ওয়াদুদ, শাহ মোঃ বদরুজ্জামান বদরুল, মোর্শেদ কামাল ও গোলাম আযম।
নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে উপস্থিত সদস্যদের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি আমিনুল হক বেলাল ও সাধারণ সাধারণ সম্পাদক কামাল আহমদ নির্বাচিত হন।