শ্রীমঙ্গলে যুব ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৬:০২

শ্রীমঙ্গলে যুব ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  শ্রীমঙ্গলে যুব ফাউন্ডেশন উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরের সুরমা ভেলী এলাকায় ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,ব্যবসায়ী ফজলুল হক তরফদার, যুগান্তর পত্রিকার সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম রাজা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে যুব ফাউন্ডেশনের সভাপতি তালুকদার শিহাব, সহ-সভাপতি লিটন মিয়া, লাবু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী, যুগ্ন সম্পাদক আজিজুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ওসমান আহমেদ, কোষাধক্ষ্য মো. ফয়সাল মিয়া, দপ্তর সম্পাদক মো. জুয়েল, প্রচার সম্পাদক হারুন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে সংগঠনের নেতৃবৃন্দরা অতিথিদের নিয়ে কেক কাটা গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় যুব ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি তালুকদার শিহাব ঘোষণা দেন আসছে মাহে রমজানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ