৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ১০:০২
সুরমাভিউ:- রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্ণর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি রোটারি বিশ্বে সুন্দর সমাজ গঠনে কাজ করছে। রোটারির এ ধারা অব্যাহত রাখতে রোটারিয়ানদের বেশি করে মানবকল্যাণে কাজ করতে হবে। রোটারিয়ানদের মানবিক সহযোগিতায় সমাজের অবহেলিতরা সচ্ছলতা পেতে পারেন। সবার সমান অংশগ্রহণে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব হবে।
শনিবার (১৯ ফেব্রæয়ারি) বিকেলে সিলেট নগরের আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের বলরুমে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের ডিজি ভিজিট ও সাপ্তাহিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ট্রেইনার, পিডিজি লে. কর্নেল (অব.) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেন, মানব সেবার ব্রত নিয়ে রোটারি ক্লাবের জন্ম। মানবসেবা এমন একটি কাজ যা দিয়ে ইহকাল ও পরকালে লাভবান হওয়া যায়। তাই করোনাকালে প্রত্যেক রোটারিয়ানদের মানব সেবায় আত্মনিয়োগ করা উচিত। রোটারি ক্লাবের মূল লক্ষ্যই হচ্ছে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করা। আমরা সেই কাজটিই ঐক্যবদ্ধভাবে করতে চাই। তিনি আশা ব্যক্ত করেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর বর্তমান গভর্নরের অগ্রাধিকার প্রজেক্ট বাস্তবায়নে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোন সফল হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ক্লাব ট্রেজারার এ এস আব্দুল্লাহ পাবলু ও রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাবের যুগ্ম সম্পাদক ইহতেমাম মন্জুর মুন্না।
এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট জুনেদ আহমদের সঞ্চালনায় ডিজি ভিজিট সাপ্তাহিক সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ডিপুটি গর্ভনর ক্লাব এডভাইজার পিপি মাহবুবুল হক চৌধুরী, এসাইন এসিসটেন্ট গর্ভনর পিপি মিজানুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি রোটারি ক্লাব অব হোয়াইট স্টোন এর অনারারি মেম্বার ছামির মাহমুদ, চার্টার প্রেসিডেন্ট কাজী জয়নুল হক পিপি, তোফায়েল আহমদ আইপিপি, আলাউদ্দীন সাব্বির ইনকামিং প্রেসিডেন্ট তাজ উদ্দিন লস্কর তারেক, ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালিক, ক্লাবের সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাক আহমদ, ক্লাব সদস্য গিয়াস উদ্দিন, আশরাফ আমীন দিপু, বেলাল আহমদ, নুরুল মামুন মনি, সুমন চক্রবর্তী, কামরুল ইসলাম প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766