২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৮:০২
হাসান, ছাতক প্রতিনিধি:- ছাতকে থানা পুলিশ পরিচয়ে আসামীর পরিবারের লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দত্তখলা গ্রামের মৃত হিম্মত আলীর পুত্র।
জানা যায় গত (১২ ফেব্রুয়ারী) রাতে ছাতকের হাঁদাটিলা এলাকায় অভিযান চালায় একদল পুলিশ। এসময় পাথর বহন করে নিয়ে যাবার সময় একটি ট্রাক্টরে ৮০ ফুট পাথরসহ দু’জনকে পুলিশ আটক করে। এ ঘটনার পরদিন (১৩ফেব্রুয়ারী) সকালে একটি মোবাইল ফোন থেকে ছাতক থানার পুলিশ পরিচয়ে আসামীকে ছেড়ে দেওয়ার জন্য চুক্তি করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়। (যার অডিও রেকর্ড প্রতিনিধির কাছে রয়েছে) আসামীর পক্ষ প্রতারক চক্রের দেওয়া একটি বিকাশ নম্বরে রফা-দফার মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ প্রতারণার ঘটনায় (১৮ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া থেকে একজনকে আটক করা হলে ও কাটছেনা এর ধূম্রজাল। ওইদিন (১৩ফেব্রুয়ারী) আসামির তথ্য এবং আসামির পরিবারের মোবাইল নাম্বার কিভাবে তার কাছে পৌঁছলো এবিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। থানা হাজতে থাকা আসামির কাছ থেকে কে বা কাহারা আসামির স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করেছে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করেছে এসবের কোন হদিস পাওয়া যাচ্ছেনা। ওই ঘটনা নিয়ে থানার এক চিহ্নিত দালালকে গত কয়েকদিন ধরে দৌড়-ঝাপ করতে ও দেখা যাচ্ছে। এতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং (০৯/১৮) দায়ের করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক তথ্য রয়েছে তদন্তের স্বার্থে সব বলা যাচ্ছেনা। অন্যান্য আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে। বিষয়টির তদন্ত হচ্ছে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766