২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৭:০২
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জের পৌর এলাকার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর পুত্র। সংঘর্ষে আরো দুজন আহত হয়েছেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই রেজন আহমদ। আহতরা হলেন একই গ্রামের তছন আলীর পুত্র আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ।
স্থনীয় ও পুলিশসূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
তারিক আহমদ হত্যার বিচার চেয়ে এলাকাবাসী ও তার সহকর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তার দুপাশে যানজট লেগে যায়। পওে অবরোধস্থলে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির এসে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে আশ^স্থ করলে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাররুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766