ইঞ্জিনিয়ার মুন্সেফ আলী ট্রাস্টের উদ্যোগে সুরমা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৩:০২

ইঞ্জিনিয়ার মুন্সেফ আলী ট্রাস্টের উদ্যোগে সুরমা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নে ইঞ্জিনিয়ার মুন্সেফ আলী ট্রাস্টের উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় মহব্বতপুর বাজারে দুই শতাধিক গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সানলাইট আইডিয়াল একাডেমি স্কুলের প্রতিষ্টাতা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না,উপজেলা প্রেসক্লাব সদস্য জাহিদ হাসান পাপন লন্ডন প্রবাসী শাহাজান, উপজেলা যুবলীগ নেতা পারভেজ আহমদ, কবিরাজ আব্দুল কাদির প্রমুখ।