মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় জুড়ী থানার এএসআই মহিউদ্দিন ভুইয়া, এএসআই জুসেফ আহমদ, এএসআই কামাল হোসেন,ও এএসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিআর ২২/২২ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী সেলিম মিয়া, পিতা আব্দুল খালিক জুড়ী থানার পূর্ব বটুলী, সিআর ১৪৬/২১ (বড়লেখা) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ছালাহ উদ্দিন ছবুর জুড়ী থানার জামকান্দি, জিআর ১১০/১৭ (জুড়ী) ও জিআর ৭১/২০ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ কামরুল ইসলাম পিতা মৃত- রবাই মিয়া জুড়ী থানার দুর্গাপুর এবং ননজিআর ০৪/১৬ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আব্দুস সালাম ফরহাদ, পিতা সাদ উদ্দিন জুড়ী থানার দক্ষিণ বড়ডহর থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ননজিআর ও সিআর মামলায় মোট চারজন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।