১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১৮ ফেব্রু ২০২২ ০৮:০২
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে আলী হোসেন (২৮) নামে এক যুবককে ট্রান্সফরমার চোর সন্দেহে আটক করেছে স্থানীয় জনতা।
গতকাল বৃহষ্পতিবার (১৭ ফেব্রয়ারি) রাত আড়াইটায় উপজেলার দশঘর ইউনিয়নের শমের্মদান গ্রামে তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আলী হোসেন বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
আজ শুক্রবার (১৮ ফেব্রয়ারি) দুপুরে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সিলেট কোর্টে পাঠায় পুলিশ।
গ্রামবাসি জানান, গেল ১৪ ফেব্রয়ারি রাতে শমের্মদান গ্রাম থেকে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য তিন লক্ষ আটাশ হাজার চারশত সত্তর টাকা।
এ ঘটনায় পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ছাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।
এরপর থেকে থানা পুলিশের পাশাপাশি চুরি প্রতিরোধে নজরদারি বাড়ায় শমেমর্দান গ্রামবাসি। আটকের রাত আড়াইটায় গ্রামে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখা যায় আলী হোসেনকে।
এক পর্যায়ে গ্রামবাসি তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি সে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গ্রেপ্তার আলী হোসেনকে ট্রান্সফরমার চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766