নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

প্রকাশিত:শুক্রবার, ১৮ ফেব্রু ২০২২ ০৬:০২

নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমাস্থ অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল আমিন পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুস।

সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক হোসেন আহমেদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, মতিউস সামাদ ছানু, রায়হানুল হক, শামীম আহমদ, সদস্য আবদুল মুকিত মকুল, মো সাহেদ আহমদ, এনামুল হক টিপু, হেলিম হোসেন, রাসেল আহমদ, হারুন মিয়া, সুজন আহমদ, বাহার উদ্দিন কুটন, তোফায়েল আহমদ, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক, আবদুল বাসিত, রায়হান হোসেন, আব্দুর রব প্রমুখ।

সভায় সাবেক স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য রুমন আহমদ ও জয়নাল আহমদ সহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন- এই স্বৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন করতে দেয়া হবেনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলন এবং জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়া আসার জন্য  দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল বদ্ধ পরিকর।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করায় কমিটির পক্ষ থেকে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুন্যের অহংকার তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ সভাপতি ডক্টর শরিফুল হক দুলু, কাউন্সিল ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ