দক্ষিণ সুরমা কলেজ ছাত্র রাহাতের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার, ১৮ ফেব্রু ২০২২ ০৮:০২

দক্ষিণ সুরমা কলেজ ছাত্র রাহাতের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

সুরমাভিউ:-  সিলেটের দক্ষিণ সুরমা কলেজ গেটে খুন হওয়া কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তার চেক শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাহাতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দুপুর ১২টায় পুরান তেতলি গ্রামে রাহাতের নিজ বাড়িতে পিতা সুরমান আলী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া চেকটি গ্রহণ করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ ও এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা (পিপিএম)।

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার উপ-পুলিশ কমিশনার মঈন উদ্দিন খান।

মো. আহমেদ হোসেন রেজা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. কামাল উদ্দিনে রাসেলের সঞ্চালানয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা কামাল, খালেদ আহমদ, ফকির মহাজন আফছান উদ্দিন, এডভোকেট শফিকুল ইসলাম, ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, ৩নং তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, সহ সভাপতি আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, হাজী জয়নাল আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, আবুল মিয়া, আব্দুল আহাদ, মো. জফুর মিয়া, রাহাতের দাদা মো. নছির মিয়া, মিসবাহ আহমেদ, হাসান আহমেদ, মো. তারেক জামিল, তানভীর হোসেন রাজা, কাবির হোসেন সাজু, মো. রূপন মিয়া, আব্দুল আহাদ, লায়েক আহমদ, আশরাফুল ইসলাম রাফি  এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ