বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউিয়নের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ ফেব্রু ২০২২ ০৮:০২

বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউিয়নের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:-  বিশ্বম্ভরপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাবেক চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন সভাপতিত্বে ফতেপুর ইউনিয়নে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউপি সচিব মহিতুষ দাসের সঞ্চালনায় নবনির্বাচিত ৫নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদের নির্বাচিত সদস্য ও সদস্যাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে একসংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়নেরর সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও দোয়াচেয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন আমার পুর্বের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আন্তরিক ভাবে কাজ করে যাব, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সনদ কাজের দ্রুত সম্পন্ন করার জন্য আমি আমার পরিষদ সহ আন্তরিক ভাবে কাজ করে যাব।

এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহীকর্মকর্তার প্রতিনিধি বিশেষ অতিথি সঞ্জীব দাস শাখা ব্যাবস্হাপক পল্লী সঞ্চয় ব্যাংক বিশ্বম্ভরপুর, শফিক আহমদ, হযরত আলী, ইউপি সচিব তরিকুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ