সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শতভাগ সাফল্য অর্জন

প্রকাশিত:রবিবার, ১৩ ফেব্রু ২০২২ ০৭:০২

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শতভাগ সাফল্য অর্জন

সুরমাভিউ:-  সাফল্যের জোয়ারে এ বছরও ভাটা পড়েনি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের। বোর্ডের মেধা তালিকার প্রচলিত পদ্ধতি না থাকলেও কলেজের স্বীয় ফলাফলে রয়েছে অক্ষুন্ন। অসুস্থতার জন্য ১ জন পরীক্ষার্থী অংশ না নিলেও কলেজে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী।

এ প্লাস পেয়েছে মোট ৪০ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬৩ জন। কলেজের ফলাফলের উল্লেখ্যযোগ্য দিক হলো এইচএসসিতে সর্বাধিক সংখ্যক সর্বনিম্ন নিয়ে শিক্ষার্থী ভর্তি হয়ে সর্বাধিক এ প্লাস এইচএসসি অর্জন। এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমন্ডলী। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং কলেজের ব্যতিক্রমি পাঠদানের ফলেই এ ফলাফল অর্জন সম্ভবপর হয়েছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ মুহিবুর রহমান বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই প্রাইভেট পড়াকে ‘না’ বলুন শ্লোগান নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে। তিনি জানান, সর্বাধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ গুণগত শিক্ষার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। তিনি সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ