২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১২ ফেব্রু ২০২২ ০৭:০২
সুরমাভিউ:- লা-মাযহাবীগণ কর্তৃক আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটকে “শিরিকের আড্ডাখানা” ও হযরত শাহজালাল (র.) এর দরগাহ শরীফকে “মারকাযুশ শিরক” বা শিরিকের কেন্দ্র আখ্যা দানের প্রতিবাদে সিলেটের সর্বস্তরের জনতার পক্ষ থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) বাদ যুহর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোবহানীঘাট জামেয়া মাহমুদিয়ার শাইখুল হাদীস জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক মুবারকপুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু সালেহ কুতবুল আলম, উলামা পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান ফয়সাল, জামেয়া মাহমুদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ সগীর আমকোণী, জাতীয় ইমাম সমিতি সিলেট এর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, আনজুমানে তালামীযে ইসলিমিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, উলামা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, মহানগর আল ইসলাহ নেতা মাওলানা আখতার হোসাইন জাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জমিয়ত নেতা মাওলানা আব্দুল হক মওদুদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আহমদ আল জামিল, সিলেট মহানগর সভাপতি শেখ মনোয়ার হোসেন, পূর্ব জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ প্রমুখ।
সভায় বক্তারা সিলেট ও হযরত শাহজালাল (র.) এর দরগাহ নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, সিলেট সারাদেশের মানুষের নিকট পবিত্রভূমি হিসেবে স্বীকৃত। এ ভূমিকে শিরিকের আড্ডাখানা আখ্যা দেওয়া চরম ধৃষ্টতা ও সিলেটকে অবজ্ঞা করার শামিল। এটি সিলেটের মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। অনুরূপভাবে হযরত শাহজালাল (র) এর মাযারকে শিরিকের কেন্দ্র বলে তারা চরম বেয়াদবী করেছে। সংশ্লিষ্টদের ধৃষ্টতামূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রশাসনকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় উদ্ভূত যে কোনো পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে।
উল্লেখ্য যে, সর্বস্তরের সিলেটবাসীর পক্ষ থেকে নগরীতে বাদ যুহর বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সভার মাধ্যমেই কর্মসূচি সমাপ্ত হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766