মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩
প্রকাশিত:বুধবার, ০৯ ফেব্রু ২০২২ ০৬:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বুধবার ৯ ফেব্রুয়ারী মৌলভীবাজারের জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ জিআর ৮৮/১৯ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী রাজেস মুন্ডা, পিতা মৃত জিতেন মুন্ডাকে জুড়ী থানার এলভিন টিলা থেকে গ্রেফতার করেন।
অপর দুটি অভিযানে এসআই জাকির হোসেন ভূইয়া জিআর ৮৮/২১ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী মিন্টু ফুলমালি, পিতা মৃত বসন্ত ফুলমালিকে জুড়ী থানার শিলুয়া চা বাগান থেকে এবং এসআই আব্দুল মান্নান সিআর ১৩/২২ এর পরোয়ানাভূক্ত আসামী শরিফ মিয়া, পিতা কাজল মিয়াকে জুড়ী থানার বেলাগাঁও থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে জিআর মামলায় ২ জন ও সিআর মামলায় একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।