কানাইঘাট পৌরসভা ও উপজেলা জাপার কমিটি বিলুপ্ত

প্রকাশিত:বুধবার, ০৯ ফেব্রু ২০২২ ০৭:০২

কানাইঘাট পৌরসভা ও উপজেলা জাপার কমিটি বিলুপ্ত

সুরমাভিউ:-  সিলেট জেলার কাইঘাট পৌরসভা ও উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে উছমান আলী চেয়ারম্যান উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে কাইঘাট পৌরসভা ও উপজেলা জাতীয় পার্টির কমিটি মেয়াদোর্ত্তীণ রয়েছে। এতে সংগঠন সাংগঠনিক কার্যক্রমে গতি হারাচ্ছে। তাই কেন্দ্রীয় নির্দেশে এই দুই ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। খুব শীঘ্রই কানাইঘাট পৌরসভা ও উপজেলা জাপার সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ