আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইসলামের চরম শত্রু – মুহাম্মদ আইনুল হুদা

প্রকাশিত:মঙ্গলবার, ০৮ ফেব্রু ২০২২ ০৮:০২

আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইসলামের চরম শত্রু – মুহাম্মদ আইনুল হুদা
সুরমাভিউ:-  বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ভাদেশ্বর ইউনিয়ন শাখার উদ্যোগে ভাদেশ্বর মোকামবাজার মসজিদ সংলগ্ন পশ্চিমের মাঠে আহলে হাদিস ফেরকার মুখোশ উন্মোচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ ফেব্রুয়ারী) বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে ও হাফিজ তুফায়েল আহমদেরর সংঞ্চালনায় সেমিনারের উদ্বোধক করেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা মো. আব্দুল কাইয়ূম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহুগ্রন্থ প্রণেতা, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহলুস সুন্নাহ মিডিয়ার পরিচালক ও দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসা নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা, হাফিজ মাওলানা মুহাম্মদ আইনুল হুদা।
এসময় তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। সাড়ে ১৪’শ বছর ধরে ইসলাম তাঁর সমহিমায় পৃথিবিজুড়ে বিস্তার লাভ করছে। ইসলামই একমাত্র মুক্তির পথ এবং জান্নাতের সু-সংবাদ। বর্তমান সময়ে আহলে হাদিসরা নতুন করে ইসলামের মধ্যে বিবেদ ঘটানোর চেষ্টায় লিপ্ত। তাদের আকিদাগুলো প্রকৃত ইসলামের বিরুদ্ধে। আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইসলামের চরম শত্রু।
তিনি বলেন, আহলে হাদিসরা বলে- লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বাক্যাটি এক শব্দে লেখা যাবেনা, দুই শব্দে লিখতে ও পড়তে হবে,এসব আক্বিদা বিশ্বাস করে আহলে হাদিস তা প্রচার করে যাচ্ছে। আর নিরীহ, সহজ সরল মুসলমান এগুলো বিশ্বাস করে ঈমান হারিয়ে ফেলেছে।  তাই সকল মুসলমান ভাইদের আহলে হাদিস নামধারী ইয়াহুদিদের দালালদের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাখালগঞ্জ ডি.কিউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট গবেষক ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলিপুরী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কামরুল ইসলাম মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সাধারন সম্পাদক সালেহ আহমদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল বাছিত, হাফিজ রজব আলী, হাফিজ সাহাব উদ্দিন, ভাদেশ্বর দক্ষিণ ভাগ জামে মসজিদের সভাপতি আব্দুল মালিক, সেক্রেটারি ইউসুফ আলী মাষ্টার, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ,সাবেক মেম্বার, সাহেদ আহমদ মেম্বার, সাহাবউদ্দিন সাবু মেম্বার।
এছাড়াও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ