মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে : অধ্যাপক জাকির হোসেন

প্রকাশিত:রবিবার, ০৬ ফেব্রু ২০২২ ০৮:০২

মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করতে হবে : অধ্যাপক জাকির হোসেন

সুরমাভিউ:-  সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধকে প্রাধান্য দিয়ে মানবিক ও সেবাধর্মী কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের সবাইকে মানবিক ও সেবাধর্মী মানসিকতা নিজের মধ্যে ধারণ করতে হবে। যে মানুষের মানবিকতা আছে তার সেবার মানসিকতা থাকবেই। মানুষকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সাজুওয়ান আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব খাঁন মাসুমের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শ্যাম পুরকায়স্থ, রফিকুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা লস্কর, সনির আহমদ, ১৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হরিলাল দাশ, সহ-সভাপতি সিরাজ মিয়া, মোতাওয়াল্লী বেলাল আহমদ, ওয়ার্ড যুবলীগ নেতা মো: মুন্না, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফারহান হোসাইন কামিল, আরিয়ান জিহাদ, উয়াজির আহমেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ