প্রবাসী মুবিন চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ০১ ফেব্রু ২০২২ ০৬:০২

প্রবাসী মুবিন চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুরমাভিউ:-  যুক্তরাজ্য প্রবাসী, সিলেটের এডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মুবিন চৌধুরীর উদ্যোগে গতকাল (১লা ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুরে নগরীর সাপ্লাই রোডস্থ বাসভবন প্রাঙ্গনে এক হাজার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জুবের খান বলেন, শীতার্ত অসহায় দরিদ্র মানুষের কল্যাণে মুবিন চৌধুরীর এ উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। তিনি অসহায় মানুষের কল্যানে মুবিন চৌধুরী সহ সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
প্রবাসী মুবিন চৌধুরী তার বক্তব্যে সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যানে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি আজীবন মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক এমদাদুল হক সুহাগ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ