কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ৩১ জানু ২০২২ ১১:০১

কুলাউড়ায় কর্মধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধি:-  মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন , ৭ নং ওয়ার্ডের হেলাল আহমেদ ও ৭,৮,৯ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নাছিমা নাহার দিলারা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন কর্মাধা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে আব্দুল মতিন ১ম, হেলাল আহমেদ ২য় এবং নাছিমা নাহার দিলারা ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচনে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, ইউপি সদস্য দিদারুল আলম , আব্দুল কাদির, সিলভেষ্টার পাটান, মোশাহিদ আলী, হারুন মিয়া, দরছ মিয়া, লসমি নারায়ন অলমিক, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আল মাহমুদা বেগম ও রায়না বেগম।

কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান , প্যানেল চেয়ারম্যান সহ ও সকল সদস্যদের নিয়ে তিনি কর্মধা ইউনিয়নকে দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়বো চান । কর্মধা ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ