উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করতে হবে : এমপি হাবিব

প্রকাশিত:শনিবার, ২৯ জানু ২০২২ ০৭:০১

উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে কাজ করতে হবে : এমপি হাবিব
সুরমাভিউ:-  সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, নান্দনিক লালাবাজার তথা সিলেট ৩ গড়তে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সিলেট ৩ নির্বাচনী এলাকার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন কাজ হচ্ছে। উন্নয়নের স্বার্থে সবাইকে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক যাকাত তহবিলের অর্থে গৃহ নির্মাণ প্রকল্পের চাবী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী দশ লক্ষ ঘর তৈরি করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে থাকলে থাকলে আগামীতে কেউ গৃহহীন থাকবে না।
লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বারী আজাদের সভাপতিত্বে ও আব্দুল আউয়াল টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সস্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর মিছবাহ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট রাজনীবিদ ফালাকুজ্জামান জগলু, লোকমান আহমদ, মিডল্যান্ড যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন রাসেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাসুক আহমদ।
অনুষ্ঠানে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক যাকাত তহবিলের অর্থে গৃহ নির্মাণ প্রকল্পের ৩টি ঘরের চাবী সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ