মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- শুক্রবার (২৮ জানুয়ারী) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই নাঈমুল হাসান, এএসআই নিপ্রেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ১২নং পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার ৮শত ৪০ টাকা জব্দ করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।শুক্রবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।