১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৮ জানু ২০২২ ১১:০১
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যারাতেই ছিনতাইকারী লুটে নিচ্ছে চালকের যানবান আর পথচারীদের সর্বস্ব।
প্রায় প্রতি রাতে উপজেলার কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে চুরি। চোরেরা একই রাতে খুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার। এমনকি চোরদের কবল থেকে বাদ পড়ছেনা ধর্মীয় উপাসনালয় মসজিদ-মন্দিরও।
এ অবস্থায় চরম আতঙ্কে রাত পার করছেন উপজেলার মানুষ। পুলিশি তৎপরাতাও রুখতে পারছেনা অপরাধীদের! উপজেলার একাধিক চিহ্নিত অপরাধী গ্রুপ জামিনে থাকায় অপরাধ বেড়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।
সূত্র জানায়, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে গেল ১ মাস ধরে উপজেলা বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। গেল ২৬ জানুয়ারি রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মসজিদের তালা ভেঙ্গে আইপিএস ও দুটি ব্যাটারি নিয়ে যায় চোরেরা।
এর আগে চুরি হয় গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, নিরীহ কৃষকের ২টি গরু, সনাতন ধর্মাবলম্বী একজনের রাম ছাগল। একই তারিখ সন্ধ্যা রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও ও আমেরগাঁও’র মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের শিকার হন স্থানীয় রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী আনছার আলী।
ছিনতাইকারীরা তার চোখ বেঁধে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গেল ২৩ জানুয়ারি দেওকলস ইউনিয়নের বাগিচা-গুদামঘাট সড়কে সন্ধ্যা ৭টায় হামিদ মিয়া নামে এক টমটম চালককে কুপিয়ে তার টমটম নিয়ে যায় ছিনতাইকারীরা।
এর দু’দিন আগে রাত ১১টায় বাগিচা বাজারের মাদরাসা সড়কের সামনে পেট্রোল পাম্পের এক কর্মচারী ছিনতাইকারীদের কবলে পড়েন। তার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।
১৬ জানুয়ারি উপজেলার হাবড়া-মিরেরচর নতুন রাস্তায় এক চালককে বেঁধে তার টমটমটিও নিয়ে যায় ছিনতাইকারীরা। গেল মাসে উপজেলার লানাকাজি থেকে দুটি টমটম চুরিকালে জনতার হাতে আটক হয় দুই চোর।
১৮ জানুয়ারি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গুমরাগুল গ্রাম থেকে একই রাতে চুরি হয় তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, চন্দ্রগ্রাম থেকে ১টি ও কান্দিগ্রাম থেকে আরও একটি ট্রান্সফরমার।
ওইদিন একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়। পরের দিন জয়নগর নোয়াপাড়া গ্রামের একটি দোকানেও হানা দেয় চোরেরা। ভূক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে বাড়তি হয়রানির ভয়ে আইনি প্রক্রিয়ায় যেতে অনীহা তাদের।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, অন্য সময়ের তুলনায় চুরি-ছিনতাই অনেক কমেছে, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা নেয়া হয়েছে। আর দু’জন আটকও আছে। আর বাকী টুকটাক চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রনে কাজ করছে থানা পুলিশ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766