মৌলভীবাজারের ভাষাসৈনিক বদরুজ্জামানের দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
প্রকাশিত:বুধবার, ২৬ জানু ২০২২ ১০:০১
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- ভাষাসৈনিক ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ বদরুজ্জামান এর দাফন তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারী বুধবার দুপুর আড়াইটায় তাঁর নিজ বাড়ীতে বিশাল জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শেখ বদরুজ্জামানের জানাজায় মৌলভীবাজার শহরের বিভিন্ন পেশাজীবী জনপ্রতিনিধি সাংবাদিক, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাষাসৈনিক বদরুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সভাপতি লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন। তারা ভাষাসৈনিক ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়া শোক প্রকাশ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান, আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা জিতু তালুকদার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখা ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছালেহ আহমদ সেলিম, সহ সভাপতি মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, সহ-সাধারণ সম্পাদক ইশরাত জাহান চৌধুরীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিভিন্ন ব্যক্তিবর্গ।
পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য যে ভাষাসৈনিক ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ বদরুজ্জামান বার্ধক্যজনিত কারণে গত ২৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের মিরপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল হয়েছেন।