২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৫ জানু ২০২২ ০৯:০১
গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জে ইয়াবাসহ রিপন আহমদ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত সোমবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পৌর শহরের আসিদ আলী কমপ্লেক্সে সামনে থেকে ৮৬ পিছ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রিপন আহমদ উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল খালিক কালাই মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে পুলিশ গোপন সংবাদে জানতে পারে একজন ব্যক্তি ইয়াবা সহ পৌর শহরের আসিদ আলী কমপ্লেক্সে সামনে অবস্থান করছে। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এএসআই প্রণয় নাল একদল পুলিশ নিয়ে আসামি রিপন আহমদকে গ্রেপ্তার করেন। এসময় তার শরীরে তল্লাশি করে ৮৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এসআই ফয়জুল করিম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১৭, তাং- ২৪-০১-২০২২ ইং) দায়ের করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে মঙ্গলবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766