গভীর রাতে রাস্তা ঘুরে ঘুরে সাবেক ছাত্রলীগ নেতা রুম্মানের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ জানু ২০২২ ০৬:০১

সুরমাভিউ:-  ফুটপাতে ঘুমন্ত অসহায়, হত দরিদ্র প্রায় শতাধিক মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, সিটি পয়েন্টে, তালতলা সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ফুটপাতে খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলো অনেক কষ্টে  রাত্রি যাপন করেন। তাদের শীত নিবারণে থাকে না ভালো বস্ত্র। প্রায়ই দেখা যায়, মানুষ পলিথিন পেচিয়ে অথবা গামছা গাঁয়ে তুলে মানুষ ঘুমিয়ে থাকে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের মানুষের আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই নির্দেশে দেশের সব জায়গায় দলের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আমার ছোট্ট একটি প্রয়াস। এসময় তার সাথে মহানগর, ওয়ার্ড সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ