সঠিক সময়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন সময় পরিবার : নাদেল

প্রকাশিত:রবিবার, ২৩ জানু ২০২২ ০৯:০১

সুরমাভিউ:-  গতকাল শনিবার দক্ষিণ সুরমার একটি স্থানীয় কমিনিউটি সেন্টারে স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দৈনিক সিলেটের সময়’র শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক, সিলেট বিভাগ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সঠিক সময়ে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন সময় পরিবার। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আগামী দিনের পথচলায় সকলের অনুপ্রেরণায় এগিয়ে যাবে এই দৈনিকটি। তিনি পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

দৈনিক সিলেটের সময়’র সম্পাদক মণ্ডলীর সভাপতি, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান ও যুক্তরাজ্য মাচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা স্যার এনাম উল ইসলামের সভাপতিত্বে ও ফটো সাংবাদিক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক সিলেটর সময়ের উপদেষ্ঠা সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা পরিষদের সদস্য ও দৈনিক সিলেটের সময়ের উপ-সম্পাদক মোহাম্মদ শাহানূর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, জমাদিন আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, বালাগঞ্জ পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, সিলেট সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাহেদ, লাউয়াই স্প্রেটিং ক্লাবের সভাপতি আব্দুস সত্তার, সামছুল ইসলাম, টিপু সুলতান, মাহবুব আলম, মহসিন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ